খুলনার গোয়ালখালিতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মুকরিমার

খুলনা, ১২ এপ্রিল: খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুকরিমা বিনতে মোহন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে গোয়ালখালির ১১ নম্বর রোডে হোল্ডিং নাম্বার ৬১ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকরিমা ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা মোহন বেপারীর কন্যা। সে আত্মীয়ের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে খুলনায় এসেছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুকরিমা বাড়ির নিচে হাঁটতে বের হলে রাস্তা পার হওয়ার সময় একটি ইট বহনকারী ইজিবাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় সে মারাত্মকভাবে আহত হয় এবং মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

মুকরিমার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইজিবাইকটি খালিশপুর থানা পুলিশ জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা চালককে আটকের জন্য অভিযান চালাচ্ছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন