ময়মনসিংহ থেকে—
ইসরাইলি পতাকা সম্বলিত স্টিকার শহরের বিভিন্ন স্থানে লাগানোর অভিযোগে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে এক তরুণকে।
জানা গেছে, হৃদয় আহমেদ নামে ওই তরুণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্মরত। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতাল গেট থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগ, হৃদয় বাটা শো-রুমসহ শহরের বেশকিছু নির্দিষ্ট স্থানে ও ফুটপাতে—ইসরাইলের পতাকার স্টিকার লাগান এবং পরে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে’ গ্রহণ করা হয়েছে এবং পুলিশ সুপারের নির্দেশে ডিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে হৃদয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, কোনও গুরুতর অপরাধের প্রমাণ না পাওয়ায়, তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ একে ‘মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন, আবার কেউ নিরাপত্তাজনিত কারণে এমন পদক্ষেপকে সমর্থন করেছেন।
হৃদয় আহমেদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।