খুলনায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়, ১১ জন আটক

খুলনার মহানগরীর আরামবাগ এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় কুখ্যাত সন্ত্রাসী কালা লাভলু বাহিনীর সঙ্গে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলা এই অভিযানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযানের সময় তিনজন পুলিশ সদস্য, নৌবাহিনীর একজন সদস্য এবং সন্ত্রাসী বাহিনীর দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযানে ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।

আটক ও গুলিবিদ্ধ সন্ত্রাসীরা হলেন—কালা লাভলু, শেখ পলাশ, সৈকত, মহিদুল, রব্বানী, আরিফুল, রাজন, শরিফ, ইমরানুজ্জামান, রিপন ও ইমরান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আরামবাগ মসজিদের বিপরীতে একটি ভবনে কালা লাভলু ও তার সন্ত্রাসী বাহিনী গোপন বৈঠক করছে।

"তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। পরে যৌথ বাহিনী এসে পুরো এলাকা ঘিরে ফেলে। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। কিছুক্ষণ পরপর তারা গুলি ছুঁড়ছিল এবং অস্ত্র ও গুলি ফেলছিল। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে," বলেন তিনি।

এই অভিযানের ফলে খুলনায় সন্ত্রাসীদের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন