খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী অর্ণব কুমার সরকার (২৬) নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
অর্ণবের বাড়ি খুলনা নগরীর সোনাডাঙ্গার ৪৫/৩-খ আবু আহম্মেদ রোড এলাকায়। তার পিতা নিতিশ চন্দ্র সরকার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত অর্ণবের শিক্ষার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. এহসান হাবিব বলেন, "রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় অর্ণব মটরসাইকেলে বসে চা পান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। তার মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।" তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অর্ণবের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী ও শিক্ষকরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।