বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠন

খুলনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৫৯ সদস্য বিশিষ্ট এই নবগঠিত কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী তাসনিম আহমাদ। সদস্য সচিব হিসাবে রয়েছেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সরকারি ব্রজলাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদুল ইসলাম বাপ্পি।

কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজীম ইসলাম জীম। মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন আজম খান সরকারি কমার্স কলেজের বিবিএ শিক্ষার্থী মোঃ মিরাজুল ইসলাম ইমন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন সরকারি হাজী মহসিন কলেজের শিক্ষার্থী কদরুল হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল হাসান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন:

  • যুগ্ম আহ্বায়ক: ৩৩ জন
  • যুগ্ম সদস্য সচিব: ২৬ জন
  • সহকারী মুখপাত্র: ১৭ জন
  • সংগঠক: ৩১ জন
  • সাধারণ সদস্য: ১৪৬ জন

এক যৌথ বিবৃতিতে আহ্বায়ক তাসনিম আহমাদ ও সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি খুলনাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, "ছাত্র জনতার ঐতিহাসিক অর্জনকে রক্ষা করতে এবং খুলনার মানুষের আশা-আকাঙ্খার বাস্তবায়নে নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন