খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে।
জানা যায়, খুলনা সমাজসেবা অফিসে আজ বৃহস্পতিবার (২রা জানুয়ারি) বিকেলে আয়োজিত একটি অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। খুলনা সরকারি বিএল কলেজের ছাত্রনেতা সাজিদুল ইসলাম বাপ্পি ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র সাকিব রেজার মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
এক পক্ষের অভিযোগ অনুযায়ী, বিকেল ৩টার দিকে নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল এলাকা দিয়ে বের হওয়ার সময় বাপ্পি ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা হয়। এতে বাপ্পিসহ আটজন আহত হন। তবে অপর পক্ষের সাকিব রেজা দাবি করেন, এটি মূলত অভ্যন্তরীণ বিরোধের জের।
হামলায় সাকিব রেজার একটি হাত ভেঙে যায় বলে জানান তিনি। অন্যদিকে, আহতদের মধ্যে দু’জন নারী সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) আইসিইউতে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক আঘাত গুরুতর নয়। তারা অতিরিক্ত ভয়ে ‘প্যানিক অ্যাটাকে’ আক্রান্ত হয়েছেন।
খুমেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার কুন্ডু বলেন, “আইসিইউতে এমন কোনো রোগী নেই, যাদের অবস্থা গুরুতর।