আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে পারে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ইতোমধ্যেই আলোচনা সৃষ্টি করেছেন সংগঠনটির সদস্য ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে ফেসবুকে বিভিন্ন স্লোগান লিখে ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। সংগঠনের একজন সদস্যসূত্রে জানা যায়, “জুলাই বিপ্লব নিয়ে এদিন ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই আন্দোলন বৈধতা না পেলে ভবিষ্যতে কোনো সরকার মব তৈরি করে বিচারের মুখোমুখি করার চেষ্টা করতে পারে। তাই এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, এই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা ৫ আগস্টের আগে করা হলেও এখন তা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, “Comrades, Now or Never.” জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন লিখেছেন, “এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “Comrades, 31st DECEMBER! Now or Never.” সংগঠনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার পোস্টে বলেছেন, “All eyes on 31st December, 2024. Now or Never!”
এছাড়া, রিফাত রশিদ ফেসবুকে কমেন্টে ইঙ্গিত দিয়েছেন, ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় বিপ্লবী পদক্ষেপ নেওয়া হবে।
দৃষ্টি এখন ৩১ ডিসেম্বরের দিকে—কী ঘটতে যাচ্ছে তা জানতে অপেক্ষা করছে পুরো দেশ।