শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিভাগের ১০ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৮ শহীদ পরিবারের প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি ৯০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. হাসানুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, কেন্দ্রীয় সমন্বয়ক মো. তারিকুল ইসলাম, আশরফা খাতুন এবং মো. ওয়াহিদুজ্জামানও অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
অতিথিরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। তাদের বলিষ্ঠ আত্মপ্রত্যয় ও সাহসিকতা আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলার প্রেরণা। বক্তারা আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এবং খুলনা জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। এছাড়াও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি তাদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।