ঢাকা, বাংলাদেশ – ব্লগার ও অনলাইন লেখক শাফিউর রহমান ফারাবি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রয়েছেন। যুক্তিতর্ক ও লেখালেখির মাধ্যমে ধর্মবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার এই ব্লগার বর্তমানে কোন মামলায় আটক আছেন এবং কেন তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শাফিউর রহমান ফারাবি ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বড়ভিলা কুমারশীল মোড় কালাইশ্রীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হন।
২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনবৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ফারাবি ২৪ শিক্ষার্থীর সঙ্গে গ্রেপ্তার হন। এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এর পরবর্তী সময়ে ২০১৩ সালে অন্য একটি মামলায় আটক হয়ে তিনি উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পান।
তবে ২০১৫ সালের ২ মার্চ ফের গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। কী অভিযোগে তাঁকে এভাবে দীর্ঘদিন আটক রাখা হয়েছে এবং তাঁর মুক্তির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়।
সমর্থকদের দাবি, ফারাবি তাঁর লেখালেখির মাধ্যমে সমাজে যুক্তি ও সংলাপের এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। অথচ তাঁর লেখাগুলোকে বিতর্কিত করে দীর্ঘদিন ধরে তাঁকে কারাবন্দী রাখা হয়েছে।
বাংলাদেশের বিচার বিভাগ ও প্রশাসনের কাছে দাবি উঠেছে, শাফিউর রহমান ফারাবির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার নিশ্চিত করার।