জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।
গত ২৬ নভেম্বর, ২০২৪, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
উপস্থিত বিশেষ অতিথিরা:
- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক সারজিস আলম।
- অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সহায়তার পরিমাণ
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রত্যেক শহীদ পরিবারের জন্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
অনুষ্ঠানের বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ ধরনের আর্থিক সহায়তা শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার প্রতীক বলে উল্লেখ করেন অতিথিরা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও সামাজিক ন্যায়ের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।