বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম খুলনা জেলার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাব্বির তালুকদার এবং মোঃ রাজিবুল হক রনি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহরম গাজী মাহিম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হোসেন ইমরান। ২৫ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন সুলতান সালাউদ্দিন, মোঃ ছাব্বির হাওলাদার ও আমিনুল ইসলাম। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান, রাজিব হোসেন ও খায়রুল ইসলাম সুমন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ রাকিব হাসান, মোঃ আজিজুল হক, খায়রুল ইসলাম, ইয়াসিন আরাফাত, জান্নাতি ইসলাম, মোঃ সুমন ইসলাম রনি, মোঃ শাহরিয়ার হৃদয়, শাহ পরান শেখ, এম এম জাহিদ, মোঃ রেজওয়ান মোড়ল, জাহিদ খাঁন, ঐশি হায়াত, আল আমিন মৃধা, আফসানা আক্তার মিম, মোঃ বায়জিদ বোস্তামি, মাহফুজুর রহমান, মোঃ আরাফাত শিকদার, ফারহান রেজা ও আবু রায়হান দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত আহবায়ক মহরম গাজী মাহিম বলেন, “আমাদের লক্ষ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুবক ও যুবতী নারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি করা। যুবদের স্ব-কর্মসংস্থানে উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি, দেশ-বিদেশের শ্রম বাজারে উপযোগী দক্ষ মানবসম্পদে পরিণত করাই আমাদের উদ্দেশ্য। যুবকদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান বিকাশ ঘটানোই আমাদের অন্যতম লক্ষ্য।”
কমিটির সদস্য সচিব নাজমুল হোসেন ইমরান বলেন, “তারুণ্যের বৈশিষ্ট্য হচ্ছে বাঁধা না মানা। চেতনা দীপ্ত তরুণরা যখন জাগ্রত হয়, তখন তারা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বিজয় ছিনিয়ে আনে। আমাদের কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নতুন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।