ছবি: হাফেজ হাবিবের সাথে আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ |
মাত্র ৪৯ দিনে পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করে আলোচনায় আসা অসামান্য প্রতিভাবান শিশু হাবিবের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়েখ আহমাদুল্লাহ নিজেই এ সাক্ষাতের কথা শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
শায়েখ আহমাদুল্লাহ জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারেন যে বিরল মেধার অধিকারী হাবিব তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। খবরটি শুনেই শায়েখ আহমাদুল্লাহর মনে হাবিবের প্রতি গভীর স্নেহ ও ভালোবাসার অনুভূতি জাগে। দেশের বাইরে থাকার কারণে এতদিন দেখা করা সম্ভব হয়নি, তবে দেশে ফিরে তিনি হাবিব ও তার শিক্ষককে অফিসে আমন্ত্রণ জানান।
সাক্ষাতে শায়েখ আহমাদুল্লাহ হাবিবের কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত শুনেন এবং তার স্বপ্নের কথা শোনেন। তিনি বলেন, “কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি বিরল মু'জিযা, যা আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।”
শায়েখ আহমাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, যেন হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করেন এবং তার শিক্ষককে উত্তম বিনিময় দান করেন। কুরআনের এই অসামান্য অর্জনকে স্বীকৃতি দিয়ে তিনি হাবিবকে অনুপ্রাণিত করেন, যা ইতিমধ্যেই সাধারণ মানুষ ও ইসলামিক সমাজে প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে।
Khulna24.com