নিখোঁজের সাত দিন পর সিলেটে পুকুর থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার; পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

 

নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাটে পাঁচ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পুকুর থেকে রোববার ভোরে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। গলায় রশি পেঁচানো এবং শরীরে ক্ষতচিহ্ন থাকায় শিশুটিকে হত্যার শিকার বলে ধারণা করছে পুলিশ।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, ভোর ৪টার দিকে মুনতাহার মরদেহটি নিজ বাড়ির পুকুরে পাওয়া যায়। মুনতাহার বাবা শামীম আহমদ দাবি করেন, শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল। তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।


জানা গেছে, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে একটি ওয়াজ মাহফিলে যাওয়ার পর বাড়ি ফেরে মুনতাহা। দুপুরে আশপাশের শিশুদের সঙ্গে খেলতে যায় সে। তবে বিকেল গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। পরিবারের খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি।

Khulna24.com

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন