খুলনায় জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় ছাত্ররা জড়িত নয় বলে দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার (৪ঠা নভেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান ছাত্র আন্দোলনের নেতা মিরাজুল ইসলাম ইমন।
মিরাজুল ইসলাম ইমন জানান, গত শনিবার (২ নভেম্বর) বিকেলে ‘ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টির বিচারের দাবিতে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্ক পর্যন্ত গিয়েছিল। মিছিলটি ডাক বাংলার কাছে পৌঁছালে হঠাৎ কোনো তৃতীয় পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালায় এবং রাস্তার ওপর আগুন জ্বালায়। ইমন দাবি করেন, এ ঘটনার সঙ্গে ছাত্র আন্দোলনকারীরা বা জনতা কোনোভাবেই জড়িত ছিল না।
সংবাদ সম্মেলনে মিরাজুল আরও বলেন, “অবৈধভাবে ১০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার নজির রয়েছে জাতীয় পার্টির, যারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছিল এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নির্বাচনকে সমর্থন করেছিল।”
তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং বলেন, “তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসাথে যারা এ ধরনের কর্মকাণ্ডে মৌন সমর্থন দিয়েছে, তাদেরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনা হোক।”
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুনরায় আশ্বাস দেন যে তারা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে বিশ্বাসী নয় এবং এই ঘটনার সঙ্গে তাদের কোনো সংযুক্তি নেই।
খুলনা২৪