খুলনার ৬টি স্থানে বসেছে বিনা লাভের দোকান; সাশ্রয়ে পণ্য কিনে খুশি ক্রেতারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার উদ্যোগে আজ ২৭ অক্টোবর (রবিবার) নগরীর ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসেছে ‘বিনা লাভের দোকান’। বাজার সিন্ডিকেট দমনে ও জনমনে স্বস্তি ফেরাতে এধরণের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রথমদিন ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মত। তাছাড়া বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি প্রকাশ করেছেন ক্রেতা-সাধারণ। নিয়মিত ভোর ৬টা থেকে সকাল ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দোকানের কার্যক্রম। প্রাথমিকভাবে এ দোকানে থাকছে ডিম, ডাল, আলু, পেয়াজ, রাসূন ও কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের তরি-তরকারি। দোকানে পলিথিনের ব্যবহার রোধেও নেয়া হয়েছে অসাধারণ উদ্যোগ।

- খুলনা২৪ডটকম

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন