খুলনায় বয়রা এলাকায় তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ চেম্বার’ এর ‘কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়। গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার এ আয়োজন করা হয়। এ আয়োজনে মৃত ব্যক্তিদের দাফনে সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখা ৮জন স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলের শেখ হাসান ইফতেখার চালু, নওয়াপাড়া গ্রুপের জিএম আল মাসুদ আর রশীদ, মুফতী ইলিয়াস জাহানাবাদী সহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, আহবায়কের দায়িত্ব পালন করেন মোঃ নাজিম উদ্দিন, প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সারা বছর সংগঠনে অবদান রাখায় নাজমুস সাকিবকে বেস্ট কন্ট্রিবিউশন এওয়ার্ড, মনির আহমেদ কে বেস্ট স্যাক্রিফাইসিং এওয়ার্ড, ইয়াছিম আরাফাত আবিরকে ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড, রায়হান হৃদয়কে ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড, শেখ শাহেদ, আসাদুজ্জামান হৃদয়, ফারাবী আহমেদ হৃদয়, রবিউল হাসান কে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ অনুষ্ঠানে যুন্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে রবিউল হাসান।