বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিবের ইন্তেকাল

 

Sixty Dome Mosque's Imam

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতাব্বর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) শারীরিকভাবে মারাত্মক অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। তিনি বিগত ৩০ বছর ধরে ইমমের দায়িত্ব পালন করে আসছিলেন।

মুহাম্মাদ হেলাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোঃ জায়েদ। গতকাল রাতেই ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।

কাস্টডিয়ান মোঃ জায়েদ বলেন, দুপুরের আগমুহুর্তে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও মিষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

- খুলনা২৪ ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন