আজ ২রা ফেব্রুয়ারী (শুক্রবার) খুলনার বয়রা আন্দিরঘাট মাঠে খন্দকার একলাছ উদ্দিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সিজন- ২ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ‘খন্দকার একাদশ’ ও ‘দ্য ওয়ারিয়ার্স’ নামে দু’টি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করে। গোল শূন্য ড্র হওয়ায় খেলা গিয়ে দাড়ায় টাইব্রেকারে। অবশেষে ৪-০ গোলে জয় পায় ‘দ্য ওয়ারিয়ার্স’।
টুর্ণামেন্টের উদ্বোধণ করেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাসান ইফতেখার চালু। এবং সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জনাব আজগর বিশ্বাস তারা। এছাড়াও বয়রার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ আয়োজনে উপস্থিত ছিলেন।