ব্র্যাক সমকামিতার প্রসারের সাথে যুক্ত, এমন অভিযোগ ভিত্তিহীন: ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সাথে যুক্ত, সামাজিক মাধ্যমে কিছু মহলের এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছে ব্রাক ইউনিভার্সিটি। সেই সাথে শিক্ষক আসিফ মাহতাবকে কি কারনে চাকরিচ্যুত করা হয়েছিল সে বিষয়ে বিবৃতি জানানো হয়েছ ব্রাকের পক্ষ থেকে। কতৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, ব্র্যাকের শিক্ষক আসিফ মাহতাব উৎসের সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেড়া এবং পাবলিক ফোরামে অন্যদেরকে একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে। একারণে আসিফ মাহতাবকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

BRAC University, Asif Mahtab Utsho, Transgender issue

বিবৃতিতে আরও বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটি সব ক্ষেত্রে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত বিধিবিধান মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সাথে যুক্ত, সামাজিক মাধ্যমে কিছু মহলের এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেকটি মানুষের সমান অধিকার এবং সম্ভাবনা বিকাশের পথে সমান সুযোগ সৃষ্টিতে বিশ্বাস করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন