বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য রইস উদ্দীন নিহত

বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ আজ বুধবার সকাল ১১টায় শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্থান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এস- এর কাছে লাশ গ্রহণ করা হয়। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামিল ও বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে নিহত সদস্য রইস উদ্দিনের লাশ গ্রহণ করেন।

বিজিবি সদস্যের লাশবাহি কফিন

উল্লেখ্য, ভারতের বনগাঁ মহাকুমার সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত দিয়ে সোমবার ভোরে গরু পাচার করছিল চোরাকারবারিরা। এ সময় চোরাকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বিএসএফ সদস্যরা। ঘটনাস্থলে থাকা বিজিবির সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 

রইস উদ্দীন নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। স্থানীয়দের অভিযোগ, পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে। পরে আহত অবস্থায় তাঁকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা বলছেন, ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে রইস উদ্দীনের মৃত্যু হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন