খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত, আহত আরও একজন।

খুলনা নগরীর ময়লাপোতা মোড়স্থ আহসান উল্লাহ কলেজের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শেখ সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানা নামে এক মাদক ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটেছে। এসময় পলাশ নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজ গেটে এ ঘটনা ঘটে। মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

জানাযায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বিহারি রানাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষনা করে। তাঁর গলায় গুলিবিদ্ধ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন