আজ ১৬ই ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয় র্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প” এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বেচ্ছাসেবকেরা।
উক্ত ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ যাচাই করেন। এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, উপ প্রচার সম্পাদক ফারাবি আহমেদ হৃদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবুল আকতার সহ সদস্য ইউসুফ, তহিদুল, লিয়ন, প্রেসিডিয়াম সদস্য মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেচ্ছাসেবকদের অনুপ্রেরণা দানের জন্য উপস্থিত হন সংগঠনের শুভাকাঙ্ক্ষী খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডাঃ অনুপ কুমার ঘোষ, পাটু দাদা, সুভাক বিশ্বাস পুলাদ সহ আরো অনেকে।
পুরো আয়োজনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ সাহেদ।