গত মঙ্গলবার (২৭ জুন) পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এদিন ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। সেতুতে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ আহরিত টোল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আসন্ন কোরবানী ঈদ কেন্দ্রকে করে মঙ্গলবার সেতুতে বাড়িফেরা মানুষের চাপ বাড়ে। ওইদিন সেতুর উভয়প্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এরমধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন। এতে টোল আয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হওয়া ২৯ হাজার ৮৯৭টি যানবাহনে টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪০০ টাকা।
Tags:
Daily News