পাকিস্তানের সাবেব প্রধানমন্ত্রী ইমরান খানকে হঠাৎ গুলি করে এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সমর্থকদের উদ্দেশ্যে লং মার্চে যোগদানের আহ্বান জানানোর এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই হামলাকরীকে গ্রেফতার করা হয়েছে। যদিও গণপিটুনীতে তার অবস্থাও হয়েছিল গুরুতর। পরক্ষণেই লোকটি মারা যায় বলে জানায় সংবাদ সংস্থ এএফপি।
Imran Khan survives an attack Alhamdollilah - he has been hurt by a burst from a pistol - reportedly 6 shots fired - seen being shifted from the container into an armoured jeep. courtesy #Geo . The attacker been arrested . #ImranKhan pic.twitter.com/liVILWurUu
— Nasim Zehra (@NasimZehra) November 3, 2022