খুলনায় কাস্টমসের নিয়োগ পরীক্ষা স্থগিত, ছড়িয়েছে গুঞ্জন

আগামী ৪ঠা নভেম্বর (শুক্রবার) খুলনায় কাস্টমস ভ্যাট কমিশনারেট এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষা স্থগিত কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, ক্যাশিয়ার, গাড়ি চালক, নৈশ প্রহরীসহ বিভিন্ন পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিন। নেয়া হয়েছিল পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতিও।

গুঞ্জন ছড়িয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্বাচিত শিক্ষক প্যানেল। আজ বৃহস্পতিবার বিকালে উপসচিব পদমর্যাদার কাস্টমস এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কুয়েট এ আসেন এবং তার সাথে থাকা নির্দিষ্ট একটি প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়ার প্রস্তাব করেন। প্রশ্ন কমিটির বাকী সদস্যরা এতে তীব্র আপত্তি জানান। এক পর্যায়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে কুয়েট এর সংশ্লিষ্ট প্যানেলে শিক্ষকদের সাথে কথা বলা হলেও তারা কোন মন্তব্য করেননি। অন্যদিকে, সংশ্লিষ্ট একজন শিক্ষক এ অভিযোগ ভিত্তিহীন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন