’আশার আলো’ নামে অসাধারণ একটি ইভেন্টের আয়োজন করে ভিবিডি খুলনা

গত ১২ নভেম্বর ২০২২ (শনিবার) ভিবিডি- খুলনা জেলা কর্তৃক ’প্রজেক্ট স্বাবলম্বী’ এর আওতায় ‘আশার আলো- পর্ব ২’ শীর্ষক অসাধারণ একটি ইভেন্টের আয়োজন করা হয়।

বিশেষ এ আয়োজনে অংশগ্রহন করে ভিবিডি- খুলনা জেলার তারুণ্যে উজ্জীবিত একঝাঁক স্বেচ্ছাসেবক। ‘আশার আলো- পর্ব ২’ এর মধ্যদিয়ে ভিবিডি- খুলনা জেলার স্বেচ্ছাসেবকেরা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে বসবাসরত চরম সংকটাপন্ন ও কর্তাহীন একটি পরিবারকে তাদের আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে ১০ টি দেশীয় জাতের মুরগী প্রদান করে। এর পাশাপাশি মুরগীর খাবার, থাকার জন্য উন্নতমানের ঘর (খুপি) এবং আধাছাড়া পদ্ধতিতে মুরগী পালনের প্রায় সকল ব্যবস্থাই করে স্বেচ্ছাসেবকের এ দলটি।

স্বেচ্ছাসেবকদের এমন সহযোগিতামূলক আচরণে অত্যন্ত খুশি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন