নীল টিকমার্কের জন্য প্রতিমাসে গুনতে হবে ৮ ডলার


টুইটারে একেরপর এক নতুন সিদ্ধান্তের বিপরীতে আলোচনা ও সমালোচনার কমতি নেই। এবার তেমনি এক সিদ্ধান্তের কথা জানালেন এলন মাস্ক নিজেই।  নীল টিকমার্ক বা ভেরিফায়েড ইউজারেদের প্রতিমাসে গুনতে হবে ৮ ডলার।

গত মঙ্গলবার (১লা নভেম্বর) নিজের ভেরিভায়েড টুইটারে এক বার্তার মাধ্যমে এমন ঘোষনা দেন বিশ্বের অন্যতম এই ধনকুবের। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন