টুইটারে একেরপর এক নতুন সিদ্ধান্তের বিপরীতে আলোচনা ও সমালোচনার কমতি নেই। এবার তেমনি এক সিদ্ধান্তের কথা জানালেন এলন মাস্ক নিজেই। নীল টিকমার্ক বা ভেরিফায়েড ইউজারেদের প্রতিমাসে গুনতে হবে ৮ ডলার।
গত মঙ্গলবার (১লা নভেম্বর) নিজের ভেরিভায়েড টুইটারে এক বার্তার মাধ্যমে এমন ঘোষনা দেন বিশ্বের অন্যতম এই ধনকুবের।
Twitter’s current lords & peasants system for who has or doesn’t have a blue checkmark is bullshit.
— Elon Musk (@elonmusk) November 1, 2022
Power to the people! Blue for $8/month.