মারা গেলেন বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’। মঙ্গলবার ইরানের সরকারি সংবাদমাধ্যমের বরাতদিয়ে এ খবর জানা যায়।

বিশ্বের সবচেয়ে নোংরা পুরুষ হিসেবে পরিচিত আমউ হাজি (চাচা হাজি) নামের ৮৭ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় ৭ দশকেরও বেশি সময় যাবৎ গোসল করেননি।  ছিলেন  আমৃত্যু অবিবাহিতও। বসবাস করতেন ইরানের দক্ষিণের প্রদেশে ফার্সের দেজগাহ গ্রামে। এবং সেখানেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অসুস্থ হওয়ার ভয়ে আমউ হাজি গোসল করতেন না। তবে কয়েক মাস আগে গ্রামবাসী তাকে জোর করে গোসল করিয়ে দিয়েছিল। আমউকে নিয়ে ২০১৩ সালে ‘আমউ হাজির অদ্ভুত জীবন’ শিরোনামে একটি প্রামাণ্য চিত্র নির্মিত হয়েছিল।

ছবি: প্রফিমিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন